জলঢাকায় ভাগবত ধর্মসভায় ভক্তদের ঢল গৌড়ীয় বানী প্রচারে ভারতের তিন মহারাজ
https://www.obolokon24.com/2017/12/jaldhaka_75.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
শ্রী শ্রী গৌড়ীয় মঠ ও
মিশন প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন উপলক্ষে এক ঐতিহাসিক ভাগবত ধর্মসভার আয়োজন
করেছে চেরেঙ্গা শ্রীমভক্তি সরস্বতী গৌড়ীয় আশ্রম। বুধবার সন্ধায় নীলফামারী
জলঢাকার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের এই ভাগবত ধর্মসভায় প্রধানবক্তা
হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাপী গৌড়ীয় বানী প্রচারক ও সেবা সচিব, গৌড়ীয়
মিশন কোলকাতা ভারতের - ত্রিদন্ডি স্বামী শ্রীভক্তিসুন্দর সন্নাসী মহারাজ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মঠাধ্যক্ষ,শ্রী গৌড়ীয় মঠ মুম্বাই ভারতের "
ত্রিদন্ডি স্বামী শ্রীভক্তিবৈভব পর্যটক মহারাজ ও সহকারী মঠাধ্যক্ষ শ্রী
শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠ, গোদ্রম নদীয়া ভারতের ত্রিদন্ডি
শ্রীভক্তি স্নাত সজ্জন মহারাজ।
ভাগবত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ সরকার, সাধারন সম্পাদক অনিল রায়, ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, কমিশনার রনজিৎ রায়সহ জেলার সনাতন হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন চেরেঙ্গা শ্রীমভক্তি সরস্বতী গৌড়ীয় আশ্রমের সভাপতি শ্রীপাদ জগদীশ চন্দ্র রায় পণ্ডিত ও সম্পাদক খাদুর চন্দ্র রায়,
উপকমিটির আহবায়ক মানিক চন্দ্র রায়, সদস্য সচিব মৃনাল চন্দ্র রায়, উমেশ, তাপস ও সঞ্জয়, শিমুল ও শিপেন চন্দ্র সেন প্রমুখ। ধর্মসভা সঞ্চালনা করেন প্রভাষক অবিনাশ রায়
ভাগবত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ সরকার, সাধারন সম্পাদক অনিল রায়, ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, কমিশনার রনজিৎ রায়সহ জেলার সনাতন হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন চেরেঙ্গা শ্রীমভক্তি সরস্বতী গৌড়ীয় আশ্রমের সভাপতি শ্রীপাদ জগদীশ চন্দ্র রায় পণ্ডিত ও সম্পাদক খাদুর চন্দ্র রায়,
উপকমিটির আহবায়ক মানিক চন্দ্র রায়, সদস্য সচিব মৃনাল চন্দ্র রায়, উমেশ, তাপস ও সঞ্জয়, শিমুল ও শিপেন চন্দ্র সেন প্রমুখ। ধর্মসভা সঞ্চালনা করেন প্রভাষক অবিনাশ রায়