জলঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন
https://www.obolokon24.com/2017/12/jaldhaka_30.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় শুক্রবার বিকেলে লাইটার ইয়ুথ ফাউণ্ডেশনের মডেল ভিলেজ
কার্যক্রমের আওতায় কম্বল বিতরন করা হয়। উপজেলার কৈমারী ইউনিয়নের আলসিয়াপাড়া
গ্রামে ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করে লাইটার ইয়ুথ
ফাউণ্ডেশন।
এসময় উপস্থিত ছিলন কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, ইউনিয়ন আঃলীগের
সভাপতি ছাইদার রহমান মাষ্টার, সাবেক ব্যাংক কর্মকর্তা কাজি দুলাল, লাইটার
ইয়ুথ ফাউণ্ডেশনের পার্থ চৌধুরী, কানিজ রাব্বি ইলা, ফাহমিদা মালিহা, সাজ্জাদ
হোসাইন সজীব, শাহ আলম, কাজী বাবু ও কাজি সায়েম প্রমুখ।