জলঢাকায় ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/12/jaldhaka_18.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় রবিবার
দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়। জলঢাকা ভাওয়াইয়া পরিষদের আয়োজনে
উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে স্থানীয় গীতিকার
বিনোদ রায়ের লেখা ও সুরে এই উৎসবে রংপুর বিভাগের শিল্পীরা ভাওয়াইয়া পরিবেশন
করে। ভাওয়াইয়া পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গফফার এর সভাপতিত্বে
উৎসবে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান,
থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু,
সফিকুল ইসলাম চিনু, মিত্তন জয় রায়, ভাওয়াইয়া পরিষদের সাধারন সম্পাদক
মুক্তিযোদ্ধা অনিল রায় ও সমাজকর্মী আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানটি
পরিচালনা করেন সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার।
গীতিকার বিনোদ রায়ের লেখা ও সুর করা গান শুনে মুগ্ধ হন উপস্থিত অতিথি ও
দর্শকবৃন্দ। ভাওয়াইয়া পাগল বিনোদ রায়ের সাথে কথা হলে তিনি বলেন আমি
বাঙ্গালির এই ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীত কে বাচিয়ে রাখার জন্য একটি একাডেমী
করতে ইউএনও স্যারের সহযোগিতা চাই।