জলঢাকায় ভাওয়াইয়া পরিষদের কমিটি গঠন
https://www.obolokon24.com/2017/12/jaldhaka_16.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায়
ভাওয়াইয়া পরিষদের কমিটি গঠন করা হয়েছে । এ উপলক্ষে শুক্রবার সন্ধায় জলঢাকা
কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা ঘাতক
দালাল নির্মুল কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার এর
সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনিল রায়,
প্রেসক্লাবের সহ সভাপতি মোন্নাফ, মর্তুজা ইসলাম মাষ্টার, সাংবাদিক
মনিরুজ্জামান লেবু , গীতিকার বিনোদ রায়, বংশীবাদক ভুপতি রায় ও মৃনাল চন্দ্র
রায় প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার কে সভাপতি ও মুক্তিযোদ্ধা
অনিল রায় কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে ১৭ ডিসেম্বর জলঢাকা ভাওয়াইয়া পরিষদের আয়োজনে দেশ বরেন্য শিল্পীদের
নিয়ে উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব " চেংরা তোর
কিসের ফুটানি" অনুষ্ঠিত হবে।