ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
https://www.obolokon24.com/2017/12/dinajpur_10.html
মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার আলাদীপুর ইউনিয়ন হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচিতে অতি দরিদ্র জনগনের অধিকার ও প্রবেশ অধিকার সুনিশ্চিত করন প্রকল্পের আওতায় রবিবার সকাল ১০টায় পল্লীশী,ওয়ার্ল্ডভিশন, পামডো’র বাস্তবায়নে মানবাধিকার বিষয়ে নিয়ে সচেতনতা মুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় আলাদীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাফ্ফর হোসেন সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব ইউনুছ আলী, ইউপি সদস্য, মদন চন্দ্র রায়, জাকারিয়া সরকার, সাইদুজ্জামান বাবু, শাহিন সরকার, জাকের হোসেন, সিএসও সভা প্রধান পরিমল সরেন।
মানবাধিকার বিষয়বস্তুু তুলেধরে আলোচনা করেন পল্লী শ্রী’র প্রকল্প সমন্বয়কারী মইনুল হক বাপ্পী। এ সময় পল্লী শ্রী’র সিনিয়র সিডিএস কৃঞা রবিদাস, জান্নাতুল ফেরদৈাস মুক্তা, জুয়েল রানা, রাধারানী, শাহানাজ পারভীন, বিফল চন্দ্র মন্ডল, রওশন আরা ও দ্বিপক রায় অপস্থিত ছিলেন ।
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার আলাদীপুর ইউনিয়ন হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচিতে অতি দরিদ্র জনগনের অধিকার ও প্রবেশ অধিকার সুনিশ্চিত করন প্রকল্পের আওতায় রবিবার সকাল ১০টায় পল্লীশী,ওয়ার্ল্ডভিশন, পামডো’র বাস্তবায়নে মানবাধিকার বিষয়ে নিয়ে সচেতনতা মুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় আলাদীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাফ্ফর হোসেন সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব ইউনুছ আলী, ইউপি সদস্য, মদন চন্দ্র রায়, জাকারিয়া সরকার, সাইদুজ্জামান বাবু, শাহিন সরকার, জাকের হোসেন, সিএসও সভা প্রধান পরিমল সরেন।
মানবাধিকার বিষয়বস্তুু তুলেধরে আলোচনা করেন পল্লী শ্রী’র প্রকল্প সমন্বয়কারী মইনুল হক বাপ্পী। এ সময় পল্লী শ্রী’র সিনিয়র সিডিএস কৃঞা রবিদাস, জান্নাতুল ফেরদৈাস মুক্তা, জুয়েল রানা, রাধারানী, শাহানাজ পারভীন, বিফল চন্দ্র মন্ডল, রওশন আরা ও দ্বিপক রায় অপস্থিত ছিলেন ।