এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

খেলাধুলা-
কদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন এ ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

২০১৭ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনায় এ একাদশ নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বছর বাংলাদেশ, ঢাকা ডায়নামাইটস, জ্যামাইকা তালাওয়াস, কলকাতা নাইট রাইডার্স ও পেশোয়ার জালমির হয়ে মোট ২৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৪৭ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ৩৭ উইকেট। সেরা বোলিং বিপিএলে ১৬ রানে ৫ উইকেট।

একাদশের দুই ওপেনার হলেন টি-টোয়েন্টির দুই বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল। আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খানও।

একাদশ
১. ব্রেন্ডন ম্যাককালাম। ৫৮ ম্যাচে ১৫০৩ রান, সর্বোচ্চ ৯১
২. ক্রিস গেইল। ৪৪ ম্যাচে ১২৭৯ রান, সর্বোচ্চ ১৪৬*
৩. এভিন লুইস। ৩২ ম্যাচে ১১২৪ রান, সর্বোচ্চ ১২৫*
৪. হাশিম আমলা। ২৬ ম্যাচে ১০২১ রান, সর্বোচ্চ ১০৪*
৫. এবি ডি ভিলিয়ার্স। ২৩ ম্যাচে ৭৭৯ রান, সর্বোচ্চ ৮৯*
৬. লুক রনকি (উইকেটকিপার)। ৩৫ ম্যাচে ১০৪৯ রান, সর্বোচ্চ ১০২
৭. সাকিব আল হাসান। ২৯ ম্যাচে ৪৪৭ রান, ৩৭ উইকেট, সেরা বোলিং ৫/১৬
৮. সুনিল নারিন। ৬৪ ম্যাচে ৬২ উইকেট, ৭৬০ রান, সেরা বোলিং ৩/১০
৯. মোহাম্মদ আমির। ২৮ ম্যাচে ৩৪ উইকেট, সেরা বোলিং ৪-১৩
১০. ওয়াহাব রিয়াজ। ৩২ ম্যাচে ৪১ উইকেট, সেরা বোলিং ৩/১৫
১১. রশিদ খান। ৫৫ ম্যাচে ৭৮ উইকেট, সেরা বোলিং ৫/৩

পুরোনো সংবাদ

খেলাধুলা 6466712563308778287

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item