ঠাকুরগাঁওয়ে বিদ্যুতায়নের উদ্বোধন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী শহিপাড়া গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ সংযোগের উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে আলোচনা সভায় রমেশ চন্দ্র সেন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কখনও জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে না। বরং জনগণের কল্যাণের জন্য কাজ করে, জনগণের কাছে দেওয়া প্রতিশ্র“তির বাস্তবায়ন করে। 

রমেশ সেন বলেন, বর্তমান সরকারের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের প্রত্যকটি গ্রামে উন্নয়ন হচ্ছে। অথচ এক সময় এই ২১টি ইউনিয়ন খুব অবহেলিত ছিল। মানুষ রাস্তা পায়নি, বিদ্যুৎ পায়নি, ব্রীজ পায়নি। বিএনপি’র ফখরুল শুধু প্রতিশ্র“তি দিয়ে গেছেন। একটি কাজও তারা করেননি। অথচ বর্তমান সরকারের আমলে ব্রীজ, পাকারাস্তা, বিদ্যুৎসহ সব কিছুই হচ্ছে। 

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আল হেলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোনা প্রমুখ। 

উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির তত্বাবধানে ৬ ল ৮১ হাজার ৬শ টাকা ব্যয়ে জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী শহিপাড়া গ্রামের ৩৫টি আবাসিক বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 8729178614560005691

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item