সৈয়দপুরে পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে পরিবেশ সম্মতভাবে বর্জ্য অপসারণ বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইন উপলক্ষে ওয়াটার এইড বাংলাদেশ এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস বাস্তবায়িত আরবান স্যানিটেশন, হাইজিন এন্ড ওয়াটার এ্যাড্ভান্সমেন্ট (ঊষা) প্রকল্পের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কমিটি গতকাল বুধবার বিকেলে শহরের শহীদ কুদরত স্মৃতি সংসদ হাজী কলোনী মাঠে ওই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার কবির।
বিশেষ অতিথি ছিলেন এসকেএস ফাউন্ডেশনের ঊষা প্রকল্পের  প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম তপাদার, ১১ নম্বর ওয়ার্ডবাসী ও রংপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আবু আহমেদ মর্তূজা।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১১ নম্বর ওয়ার্ডবাসী উপাধ্যক্ষ আলহাজ্ব মো. মনসুর রহমান, আলহাজ্ব মো. আফছার আলী মিয়া, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সাবেক যুব লীগ নেতা মহসীনুল হক মহসিন, হোসনে আরা লিপি, মির্জা জহুরা আক্তার,  মাহফুজুল হক বাচ্চু, মো. শফিক প্রমূখ।
সভায় ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু জানান, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডকে  মডেল ওয়ার্ডকরণের কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ওয়ার্ডের সকল বাড়িতে একটি করে প্লাষ্টিকের কনটেইনার দেয়া হবে। ওয়ার্ডবাসী তাদের গৃহস্থালীর সারাদিনের বর্জ্য ওই কনটেইনারে সংরক্ষণ করবেন। আর পৌরসভা কর্তৃক উদ্যোক্তা গ্রুপ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওয়ার্ডের প্রতিটি বাসা-বাড়ি সামনে রিক্স্যাভান নিয়ে গিয়ে বাঁশি বাজিয়ে তা সংগ্রহ করবেন। পরবর্তীতে সংগৃহীত গৃহস্থালীর বর্জ্য যথাযথ স্থানে ফেলা হবে। এভাবে পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে ১১ নম্বর ওয়ার্ডকে সৈয়দপুর পৌরসভার মডেল ওয়ার্ডে পরিণত করা হবে।
সভায় সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে ১১ নম্বর ওয়ার্ডের ৩ শ’ বাড়ির সদস্যদের মাঝে একটি করে প্লাষ্টিকের কনটেইনার তুলে দেয়া হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 5125799509993131775

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item