সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত

  তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

১ নভেম্বর সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস- ২০১৭। দিবস পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু।
  এতে সভাপতিত্ব করেন  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার।
স্বাগত বক্তব্য রাখেন  সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হাসান আলী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক,  সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খগেন্দ্র নাথ রায়, সফল আত্মকর্মী ফারহাত পারভীন, মোছা. শাহনাজ পারভীন সানু এবং মো. কামরুজ্জামান প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. শহিদুল আলম আলোচনা সভাটি পরিচালনা করেন।
পরে  উপজেলার ৫০ জন প্রশিক্ষিত যুব  ও যুব মহিলার মধ্যে পরিবার ভিত্তিক দারিদ্র্যবিমোচন ঋণ ও আত্মকর্মংসংস্থান কর্মসূচির আওতায় ১০ লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,  প্রশিক্ষিত যুব  ও যুব মহিলা এবং যুব সংগঠনের বিপুল সংখ্যক সদস্য-সদস্যরা অংশ নেয়। র‌্যালী উপজেলা পরিষদের সামনে সড়ক প্রদক্ষিণ করে।    

পুরোনো সংবাদ

নীলফামারী 7655259918702772916

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item