খালেদার গাড়ি বহরে বোমা হামলার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
https://www.obolokon24.com/2017/11/rangpur.html
মামুনুর রশিদ মেরাজুল -
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাওয়ার এবং ফেরার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। বুধবার (১ নভেম্বর) নগরীর গ্রান্ড হোটেল মোড় বিএনপি কার্যালয়ে সকালে ও বিকেলে পৃথক প্রতিবাদ কর্মসূচী পালন করেন যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা যুবদল। এসময় পুলিশ তাদেরকে কার্যালয়ের প্রধান ফটকে বাধা দেয়। পুলিশি বাধার মুখে সেখানে প্রতিবাদী সমাবেশে জেলা যুবদল নেতা রাকিব হোসেন রাকিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, সাধারন সম্পাদক মোঃ সামছুল হক ঝন্টু, সিনিয়র-যুগ্ম সম্পাদক শাহ্ মোঃ জিল্লুর রহমান জেমস্ ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।
অন্যদিকে বিকেল সাড়ে চারটায় একই স্থান থেকে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের প্রধান ফটকের বাইরে আসতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সরু গলিতেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট মোঃ মাহফুজ-উন-নবী ডন, সাধারন সম্পাদক মোঃ লিটন পারভেজ, সিনিয়র সহ- সভাপতি মোঃ নুরুন্নবী মিলন, সহ সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ জহির আলম নয়ন প্রমুখ।
সমাবেশে যুবদল নেতারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, এ ঘটনাই প্রমাণ করে সরকারের পায়ের তলায় মাটি নাই। বোমা হামলা, মামলা, গুম, হত্যা, মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি করে বিএনপিকে ধ্বংস করা যায় নাই বা জনগণের কাছ থেকে বিএনপি বিচ্ছিন্ন করা যায় না। ঢাকা থেকে বাহি বহরে কক্সবাজার যাওয়ার পথে ও ফেরার পথে রাস্তার দু’পাশে জনতার ঢলই বিএনপির প্রতি মানুষের আস্থার প্রমাণ।
বক্তারা আরও বলেন-এরপর যদি কোনোভাবে বেগম খাণেদা জিয়া ও বিএনপির নেতাকর্মীর উপর নগ্নভাবে পিছন থেকে হামলা চালানো হয় তাহলে রংপুরের যুবসমাজকে সাথে নিয়ে ক্ষমতাধারী অবৈধ সরকারের পতনের আন্দোলন শুরু হবে।
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাওয়ার এবং ফেরার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। বুধবার (১ নভেম্বর) নগরীর গ্রান্ড হোটেল মোড় বিএনপি কার্যালয়ে সকালে ও বিকেলে পৃথক প্রতিবাদ কর্মসূচী পালন করেন যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা যুবদল। এসময় পুলিশ তাদেরকে কার্যালয়ের প্রধান ফটকে বাধা দেয়। পুলিশি বাধার মুখে সেখানে প্রতিবাদী সমাবেশে জেলা যুবদল নেতা রাকিব হোসেন রাকিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, সাধারন সম্পাদক মোঃ সামছুল হক ঝন্টু, সিনিয়র-যুগ্ম সম্পাদক শাহ্ মোঃ জিল্লুর রহমান জেমস্ ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।
অন্যদিকে বিকেল সাড়ে চারটায় একই স্থান থেকে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের প্রধান ফটকের বাইরে আসতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সরু গলিতেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট মোঃ মাহফুজ-উন-নবী ডন, সাধারন সম্পাদক মোঃ লিটন পারভেজ, সিনিয়র সহ- সভাপতি মোঃ নুরুন্নবী মিলন, সহ সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক মুহম্মদ জহির আলম নয়ন প্রমুখ।
সমাবেশে যুবদল নেতারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, এ ঘটনাই প্রমাণ করে সরকারের পায়ের তলায় মাটি নাই। বোমা হামলা, মামলা, গুম, হত্যা, মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি করে বিএনপিকে ধ্বংস করা যায় নাই বা জনগণের কাছ থেকে বিএনপি বিচ্ছিন্ন করা যায় না। ঢাকা থেকে বাহি বহরে কক্সবাজার যাওয়ার পথে ও ফেরার পথে রাস্তার দু’পাশে জনতার ঢলই বিএনপির প্রতি মানুষের আস্থার প্রমাণ।
বক্তারা আরও বলেন-এরপর যদি কোনোভাবে বেগম খাণেদা জিয়া ও বিএনপির নেতাকর্মীর উপর নগ্নভাবে পিছন থেকে হামলা চালানো হয় তাহলে রংপুরের যুবসমাজকে সাথে নিয়ে ক্ষমতাধারী অবৈধ সরকারের পতনের আন্দোলন শুরু হবে।