জলঢাকায় ৪৬তম জাতীয় সমবায় দিবস পালন
https://www.obolokon24.com/2017/11/jaldhaka_5.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"উৎপাদনমুখী সমবায় করি,
উন্নত জীবন গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৪৬তম
জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এ উপলক্ষে জলঢাকা সমবায় কার্যালয়ের আয়োজনে
একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা
পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় অফিসার সফিকুল
ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য
রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান। এসময় আরো বক্তব্য
রাখেন বগুলাগাড়ী কৃষি সমবায় সমিতির লিঃ এর সভাপতি শাহ মোহাম্মাদ আব্দুল
কাদের চৌধুরী বুলু, উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন
লিমিটেড এর ভাইসচেয়ারম্যান মর্তুজা ইসলাম, প্রাইম এসসিসিএস লিঃ এর
ম্যানেজার ওয়াহিদুজ্জামান বাবুল, নেকবক্ত বন্ধু সমবায় সমিতির সভাপতি ডাঃ
ইদ্রিস আলী, মিরগঞ্জ ভোগপণ্য সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেক , প্রত্যাশা
ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মাজেদুল ইসলাম বুলবুল ও উপজেলা সমবায়
কার্যালয়ের সহকারী পরিদর্শক সেলিমা বেগম প্রমুখ। এসময় উপস্হিত ছিলেন জলঢাকা
উপজেলার শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার আলতাব
হোসেন, ডিরেক্টর স্বাধীন চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকিত সমাজ
কল্যান সংস্হার প্রজেক্ট ম্যানেজার জুলফিকার আলী ভুট্টু। এই দিবসে পালনে
উপজেলার ১৬০ জন সমবায়ী অংশ নেয়।