ফুলবাড়ীতে দুই ট্রাক মুখোমুখি সংঘর্স গুরুতর আহত ১
https://www.obolokon24.com/2017/11/dinajpur.html
মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাক মুখোমুখি সংঘর্সে গুরুতর আহত হয়েছেন ১ জন ।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গত বুধবার ১ নভেম্বর রাত ১০ টায় বিরামপুর অভিমুখ থেকে আসা যশোর নওপাড়ার অভয় নগর ট্রান্সপোর্ট এজেন্সীর (যশোর- ট-১১-৩৯-৪৮) মালবাহী একটি ট্রাক দিনাজপুর যাবার পথে ফুলবাড়ী ঢাকা মোড় হতে ১শত গজ দুরে দিনাজপু-ঢাকা মহাসড়কে দিনাজপুর অভিমুখ থেকে ছেড়ে আসা যমযম এন্টার প্রাইজ (ঢাকামেট্রো-ট-১৬-০৩-৫০) ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্স ঘটে।
এতে দুটি গাড়ী দুমড়ে মুচড়ে যায় এবং অভয় নগর ট্রান্সপোর্ট এজেন্সীর ট্রাকের ড্রাইভার মাসুম গুরুতর আহত ও হেলফার সজিবের শরিরে বিভিন্ন জায়গায় কেটে গিয়ে আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে ড্রাইভার মাসুম এর অবস্থা আশংকাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন এবং হেলফার সজিব সেখানেই প্রাথমিক চিকিৎসা নেন ।
অপরদিকে ঐ সময় বিরামপুর অভিমুখ থেকে আসা (ঢাকামেট্রো-১৮-৫৩-৮১) আরো একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এতে কারো কোনো ক্ষতি হয়নি ।
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ট্রাক মুখোমুখি সংঘর্সে গুরুতর আহত হয়েছেন ১ জন ।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গত বুধবার ১ নভেম্বর রাত ১০ টায় বিরামপুর অভিমুখ থেকে আসা যশোর নওপাড়ার অভয় নগর ট্রান্সপোর্ট এজেন্সীর (যশোর- ট-১১-৩৯-৪৮) মালবাহী একটি ট্রাক দিনাজপুর যাবার পথে ফুলবাড়ী ঢাকা মোড় হতে ১শত গজ দুরে দিনাজপু-ঢাকা মহাসড়কে দিনাজপুর অভিমুখ থেকে ছেড়ে আসা যমযম এন্টার প্রাইজ (ঢাকামেট্রো-ট-১৬-০৩-৫০) ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্স ঘটে।
এতে দুটি গাড়ী দুমড়ে মুচড়ে যায় এবং অভয় নগর ট্রান্সপোর্ট এজেন্সীর ট্রাকের ড্রাইভার মাসুম গুরুতর আহত ও হেলফার সজিবের শরিরে বিভিন্ন জায়গায় কেটে গিয়ে আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে ড্রাইভার মাসুম এর অবস্থা আশংকাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন এবং হেলফার সজিব সেখানেই প্রাথমিক চিকিৎসা নেন ।
অপরদিকে ঐ সময় বিরামপুর অভিমুখ থেকে আসা (ঢাকামেট্রো-১৮-৫৩-৮১) আরো একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এতে কারো কোনো ক্ষতি হয়নি ।