ডিমলায় অবৈধ বালু পাথর উত্তোলনকারী দুই ব্যবসায়ীর জরিমানা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩১ অক্টোবর॥
বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে ও গতকাল সোমবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নীলফামারীর ডিমলা উপজেলার  নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার এই জরিনামা আদায় করেন। সেই সঙ্গে বোমা মেশিন জব্দ করা হয়।
অভিযোগ মতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের ময়দানের ডাঙ্গা এলাকায় রিয়াজুল ইসলামের ছেলে শাহাদৎ করিম (৪৮) ও একই উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর গ্রামের মৃত. সামছু মোনায়েম আরজুর ছেলে সাজ্জাদুল ইসলাম (৫০) বোমা মেশিন বসিয়ে  অবৈধভাবে বালু পাথর উত্তোলন করছিল। 
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যমামান আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর ১৫ ধারায় দুইজন অবৈধ বালু পাথর উত্তোলনকারীকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করে বোমা মেশিন জব্দ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3909885230825500171

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item