দিনাজপুরে দুদকের মামলায় ৩ ডাক্তার জেল হাজতে

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় ও মেরামত ইত্যাদি বাবদ ৭৪ লক্ষ ৯৮ হাজার ৫০ টাকা আত্মসাতের অভিযোগে দুদক কর্তৃক মামলার ৫ জন আসামীর মধ্যে ৩ জন ডাক্তারকে গত সোমবার হাজতবাসের আদেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত বিজ্ঞ বিচারক হোসেন শহীদ আহমদ। বিজ্ঞ বিচারক মোকসেদুলকে জামিন দেয় তবে আব্দুল মালেক আদালতে অনুপস্থিত ছিল। 
মামলার বিবরণে জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরিরত ডাক্তাররা বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়- মেরামত সহ ইত্যাদি বাবদ ৭৪ লক্ষ ৯৮ হাজার ৫০টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে মোঃ আমিরুল ইসলাম, সহকারী পরিচালক (অনু: তদন্ত-১) দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকা বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় ঠিকাদার মোঃ মোকসেদুল ইসলাম, পিতা- মোঃ কছির উদ্দিন, প্রোঃ মেসার্স ব্লেয়ার এভিয়েশন, ৩৯নং ডাক্তার কুদরত-ই খোদা রোড ঢাকা, ডাঃ আবু বকর সিদ্দিক সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত বর্তমানে অবঃ) দিমেক হাসপাতাল, ডাঃ এমবিএম ইকবাল সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত বর্তমানে অবঃ), ডাঃ সিদ্দিদুর রহমান সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত, বর্তমানে উপ-পরিচালক দিমেক হাসপাতাল ও মোঃ আব্দুল মালেক সাবেক উপ-সচিব বর্তমানে অবঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা দ্বয়দের বিরুদ্ধে দুদক বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৯। তাং-২৬-০৮-২০১৫ ইং। ধারা-৪০৯/১০৯ দ: বি: এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ ২নং আইনের ৫ (২) ও স্পেশাল কেস নং-১৪/১৭। উক্ত মামলায় অভিযুক্ত ৫জনের মধ্যে ৪ জন আসামী আদালতে হাজির হয়ে মামলায় জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক শুনানীঅন্তে ডাঃ আবু বকর সিদ্দিক, ডাঃ এমবিএম ইকবাল ও ডাঃ সিদ্দিকুর রহমানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলাটি পরিচালনা করেন বাদী পক্ষে এ্যাড. পিপি দুদক মোঃ হাসান আলী, ও আসামীপক্ষে এ্যাড. আজিজুর রহমান।       

পুরোনো সংবাদ

নির্বাচিত 6613756850482899287

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item