রানীশংকৈলে প্রায় ৫ শতাধিক বন্যার্ত লোকের ৩ বেলা খাবারের ব্যবস্থা করলেন ইউএনও
https://www.obolokon24.com/2017/08/thakurgaon_76.html
সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রাণীশংকৈল উপজেলা র্নিবাহী র্কমর্কতা খন্দকার মো:নাহিদ হাসান প্রায় ৫শত বর্ন্যাতদের মাঝে দুপুর ,রাত ও সকাল তিন বেলা খাবারের ব্যবস্থা করেছেন। রাতে রানীশংকৈল ডিগ্রী কলেজ ।বিভিন্ন এলাকা হতে আসা লোকদের মাঝে খিচুড়ি দিতে দিতে ’কাদের মটরস’-এর বাবা সামসুল হক বলেন- “আমাদের ইউএনও সাহেব বানভাসা লোকদের জন্য এ ব্যবস্থা করেছেন” খোঁজ নিয়ে জানা গেছে ,রানীশংকৈলে আবাদ তাকিয়া মাদ্রাসায় র্বতমানে প্রায় ৫০/৭০ জন,পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫০/৬০ জন,সুন্দরপুর স্কুলে ৮০/৯০ জন, হোসেনগাঁও চোড়ল মাদ্রাসায় ৫০/৬৫ জন এবং রাণীশংকৈল ডিগী কলেজ আশ্রয় শিবিরে ৩০০ জনের অধিক আশ্রয় নিয়েছে। এ সমস্ত লোকজনের র্সাবিক সহযোগীতা করছেন ইউএনও নিজেই। উপজেলা র্নিবাহী র্কমর্কতা খন্দকার মো:নাহিদ হাসানের সাথে মুঠো ফোনে ব¥াদের “বিকালের খবর ২৪.কম” প্রতিনিধিকে বলেন, এই অসহায় লোকদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য- কিছুদিন আগে ঝড়ে ক্ষতি হওয়া মানুষদের নগদ র্অথ ও চাল দিয়ে সহযোগীতা করেছিলেন। এ এলাকার সূধী সমাজ মনে করে –’রানীশংকৈলে খন্দকার মো: নাহিদ হাসানের মত অফিসার থাকলে সাধারন মানুষ কোন কিছুতে বঞ্চিত হবেনা।