রানীশংকৈলে প্রায় ৫ শতাধিক বন্যার্ত লোকের ৩ বেলা খাবারের ব্যবস্থা করলেন ইউএনও

সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রাণীশংকৈল উপজেলা র্নিবাহী র্কমর্কতা খন্দকার মো:নাহিদ হাসান  প্রায় ৫শত বর্ন্যাতদের মাঝে দুপুর ,রাত ও সকাল তিন বেলা খাবারের ব্যবস্থা করেছেন। রাতে রানীশংকৈল ডিগ্রী কলেজ ।বিভিন্ন এলাকা হতে আসা লোকদের মাঝে খিচুড়ি দিতে দিতে ’কাদের মটরস’-এর বাবা সামসুল হক বলেন-  “আমাদের ইউএনও সাহেব বানভাসা লোকদের জন্য এ ব্যবস্থা করেছেন” খোঁজ নিয়ে জানা গেছে ,রানীশংকৈলে আবাদ তাকিয়া মাদ্রাসায় র্বতমানে প্রায় ৫০/৭০ জন,পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫০/৬০ জন,সুন্দরপুর স্কুলে ৮০/৯০ জন, হোসেনগাঁও চোড়ল মাদ্রাসায় ৫০/৬৫ জন এবং রাণীশংকৈল ডিগী কলেজ আশ্রয় শিবিরে ৩০০ জনের অধিক আশ্রয় নিয়েছে। এ সমস্ত লোকজনের র্সাবিক সহযোগীতা করছেন ইউএনও নিজেই।   উপজেলা র্নিবাহী র্কমর্কতা খন্দকার মো:নাহিদ হাসানের সাথে মুঠো ফোনে ব¥াদের “বিকালের খবর ২৪.কম” প্রতিনিধিকে বলেন, এই অসহায় লোকদের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য- কিছুদিন আগে ঝড়ে ক্ষতি হওয়া মানুষদের নগদ র্অথ ও চাল দিয়ে সহযোগীতা করেছিলেন। এ এলাকার সূধী সমাজ মনে করে –’রানীশংকৈলে খন্দকার মো: নাহিদ হাসানের মত অফিসার থাকলে সাধারন মানুষ কোন কিছুতে বঞ্চিত হবেনা।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 8525265415118157242

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item