পঞ্চগড় ছিল টেথিস নামক একটি অগভীর সমুদ্র

মুুহম্মদ তরিকুল ইসলাম-
প্রায় সাত কোটি বছর পূর্বে পঞ্চগড় জন পদসহ হিমালয় পর্বত মালার বিস্তৃত অঞ্চল ছিল টেথিস নামক অগভীর সমুদ্র। এই সমুদ্রের দুই পাম থেকে গন্ডোয়ানা ওলরেশিয়া নামক দুটি মহাদেশ বা প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে। দু’ পাশের প্রচন্ড চাপে টেথিস সাগরের বুকে জমা পলি থেকে প্রায় ২ কোটি বছর পূর্বে ‘মায়োসিন’ যুগে বর্তমান হিমালয় পর্বত উথিত হয়। চিরকালের জন্য হারিয়ে যায় একটি সমুদ্র টেথিস। পঞ্চগড় অঞ্চল হিমালয় উপ-অগ্রবর্তী গহবরের অংশ বিশেষ। পঞ্চগড় ভূ-অভ্যন্তর টারশিয়ারী যুগের (আনুমানিক ১ কোটি ৬০ লক্ষ বছর পূর্বের) ভিত শিলাও বিদ্যমান। এই ভিত শিলার উপর সর্বনি¤œ প্রায় ১৩০ মিটার শুরু পাললিক শিলাস্তর রয়েছে যা পঞ্চগড় এলাকায় বেশ উঁচু এবং দক্ষিণে ক্রমশ ঢালু। এ অঞ্চলের প্রায় ক্যাম্বিয়া উন্নত সমতল স্থান। রুহিয়া পার্শ্বদেশ, রংপুর সমতল ইত্যাদি শ্রেণি ভুক্ত করা হয়েছে। পঞ্চগড় এই পাদদেশীয় সমতল ভূমিতে অবস্থিত। এই ভূ-খন্ডের পলি মাটির বয়স আনুমানিক ১০ থেকে ২০ হাজার বছর। যার প্রমাণ রয়েছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রক্্র মিউজিয়ামে। আসলে দেখতে পাবেন হাজার বছর আগের দুইটি নৌকা এই নৌকা দুইটি পঞ্চগড়ের চাওয়াই ও করতোয়া নদী থেকে পাওয়া। ধারণা এর বয়স প্রায় তিন হাজার বছর, ছোটটি ২৫ ফিট লম্বা, বড়টি ৩২ ফিট ৬ ইঞ্চি লম্বা, গোটা গাছ খনন করে এই দুইটি নৌকা বানিয়ে ছিল। এই ধরণের নৌকা প্রশান্ত মহাসাগরের দ্বী-পুঞ্জে প্রাচীন কালের আদিবাসিরা ব্যবহার করতো। সম্ভবত উত্তরের পাহাড়ী অঞ্চলে আদীবাসিরা এই নৌকা চালাতো অথবা যুদ্ধের নৌকা হিসেবে এই দুইটি ব্যবহিত হতো। এই মিউজিয়ামে রয়েছে আদিকালের কয়েক বছর আগের নামি-দামি পাথর, আদীকালে ব্যবহিত আসবাবপত্র, যুদ্ধ সরঞ্জাম, আদিকালের মুদ্রা, বিভিন্ন শ্রেণির মূর্তি, আদীকালের ব্যবহিত অনেক জানা-অজানা মূল্যবান সব রতনো। এই মিউজিয়ামে দেখলে হয়তো অনেকেরি অজানা অনেক হাজার বছর আগের তথ্য জানতে পারবেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5456403681961265284

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item