পঞ্চগড়ের গরিনাবাড়ী ইউনিয়নে বিধবার ইজ্জতের দাম ১০ হাজার টাকা

মো: সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ের গরিনাবাড়ী ইউনিয়নের করেয়া পাড়ায় বিধবা ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার অভিযোগ সূত্রে জানা যায়,মঙ্গলবার ১৫ আগষ্ট ঐ গ্রামের মৃত তফাজুল(টোটু) এর স্ত্রী রাত আনুমানিক ১০ টায় টয়লেটের উদ্দেশ্যে বাইরে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই এলাকার মো: আসিনের ছেলে মোঃ দেবারু তাকে জোড় পূর্বক ধর্ষন করে। রেহানার চিৎকারে পাশের ঘরের লোকজন টের পেলে ঘটনাস্থলে ধর্ষক দেবারুকে হাতে নাতে আটক করে। ঐ রাতে ৩নং ওয়াডের ইউপির সদস্য তরিকুল ইসলাম ওরফে কসাই মেম্বার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউ.পি সদস্যের স্বামী মো: জলিলের উপস্থিতে আপোষ মিমাংসার নামে দেবারুকে ১০ হাজার টাকা জরিমানা কওে এবং উক্ত বিধবার কাছে সাদা কাগজে সহি নেয়। এ বিষয়ে বিধাব জানায়,প্রতিবেশী দেবারু তাকে জোড়পূর্বক ধর্ষন করে। এ সময় বাড়ির লোকজন ধর্ষক দেবারুকে আটক করলে তরিকুল মেম্বার ও মহিলা ইউপির সদ্যসের স্বামী  জলিল আপোষ মিমাংসার নামে বিষয়টি  ১০ হাজার টাকা মৌখিক জরিমানা করে। প্রতিবেশী কোহিনুর জানায়, রাতের বেলায় চিৎকার শুনে আমার স্বামী সুলতান সহ ধর্ষক দেবারুকে আটক করি। স্থানীয়রা জানায় ধর্ষক দেবারুর পরিবারের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে ইউ.পি সদস্য তরিকুল মেম্বার ও মহিলা ইউপির সদ্যসের স্বামী  জলিল  ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ইউপির সদস্য তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি প্রথমে স্বীকার করলেও সাংবাদিক পরিচয় পাওয়ার পর বিষয়টি অস্বীকার করে। গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিনের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6895860189477200543

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item