নীলফামারীতে মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ আগষ্ট॥
নীলফামারীতে শুরু হয়েছে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান মনির, নীলফামারী সদর আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এনামূল হক, ডা. দিলীপ কুমার রায়, জৈষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, ইনিসেফের জেলা প্রতিনিধি সামিয়া ইসলাম খন্দকার প্রমুখ।
জৈষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের জানান, মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিক্লনা কেন্দ্রে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এছাড়া স্বাস্থ্য কর্মীদের উপিস্থতে মাঠপর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5436809405562440500

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item