নির্বাচনের মধ্য দিয়ে এ অপশক্তিকে পরাজিত করতে হবে: মির্জা ফখরুল

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের চরিত্র এটা, তারা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করবেই। আমাদের পথ একটাই সেটা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।’
শনিবার দুপুর দুইটায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকার মিথ্যাবাদী ও জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুন্দরবনে আমরা কয়লাভিত্তিক কোনো বিদ্যুত্ প্রকল্প চাই না। পরিস্কারভাবে আমরা বলে দিয়েছি সেখান থেকে তা সরিয়ে নিতে হবে। এই সরকার মিথ্যাবাদী, জনগণের সাথে প্রতারণা করে। ইউনেস্কো নাকি তাদের আপত্তি তুলে নিয়েছে। মিথ্যা কথা গতকালই তাদের ব্লগে দেখেছি। ইউনেস্কো সরকারকে আশ্বাস দিয়েছে যে, এর উপর আরো পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। তারপরে এই প্রকল্প নিয়ে আগাবে তারা। এই মিথ্যা প্রতারণা কেন জনগনের সাথে?

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3886985587562196973

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item