ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী আতিকের বাড়ীতে পুলিশের অভিযান: ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার
https://www.obolokon24.com/2017/07/thakurgaon_8.html
আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও ভুতের গলি রেস্টেুরেন্টের মালিক আতিকুর রহমান আতিকের বাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
আতিকুর রহমান আতিক শহরের আশ্রমপাড়া এলাকার ফিরোজুল ইসলামের ছেলে। আতিক ভুতের গলি রেস্টেুরেন্টের মালিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী আতিকুর রহমান আতিকের বাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় তাঁর বাড়ীতে তল্লাশী চালিয়ে পুলিশ ১২৫পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল বিদেশী মদ সহ মাদক সেবনের উপকরন উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক ব্যবসায়ী আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে পুলিশ আতিকের ভুতের গলি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।