সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
https://www.obolokon24.com/2017/07/saidpur_27.html
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ২৮ ডাউন রকেট মেইল ট্রেনে কাটা পড়েন বৃদ্ধা ফেরোজা (৭০)। সৈয়দপুর-পার্বতীপুর রেললাইলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অদূরে শহরের হাতীখানায় নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত বৃদ্ধার ফেরোজা’র বাড়ি দিনাজপুর সদর উপজেলার সুন্দরবনে। তাঁর স্বামী নাম মৃত. ইয়াকুব আলী। তিনি (ফেরোজা) সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকায় তাঁর মেয়ে রিনা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওই এলাকার বাসিন্দা মো. আহাদ তাঁর জামাতা বলে জানা গেছে।
তবে তিনি কিভাবে ওই ট্রেনে কাটা পড়েন সঠিকভাবে জানা যায়নি। সৈয়দপুর-পাবর্তীপুর রেলওয়ে লাইন অতিক্রমকালে শ্রবন প্রতিবন্ধী ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনের চাকায় কেটে তাঁর দুই পা দ্বিখন্ডিত হয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাষ্টার এস এম সফিকুল ইসলাম ওই বৃদ্ধার ট্রেনে কাটা পড়ার বিষয়টি স্থানীয় রেলওয়ে থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেন। পরে এ খবর পেয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) ঝুনু বড়–য়া ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে সকল আইনী প্রক্রিয়া শেষে বৃদ্ধার লাশ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।