সৈয়দপুরে পরিবার পরিকল্পনা বিষয়ে জনগনের সচেতনতা ও সেবা প্রাপ্তিতে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে পরিবার পরিকল্পনা বিষয়ে জনগণের সচেতনতা ও সেবা প্রাপ্তিতে করনীয়” শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে  বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) কর্তৃক বাস্তবায়িত সিভিল সোসাইটি অর্গানাইজেশন স্ট্রেন্দেন ডেমোক্র্যাটিক গভর্ন্যান্স প্রজেক্টের (Civil Society Organization strengthen Democratic Governance Project)
   আওতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) 
 ওই সংলাপের আয়োজন করা হয়। 
সৈয়দপুর উপজেলার সুশীল সমাজ সংগঠনের সদস্য তুতিয়া বাসফোর সংলাপে সভাপতিত্ব করেন । 
 এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলমসহ মাঠপর্যায়ে কর্মরত সকল পরিবার পরিকল্পনা কর্মীগণ।
 রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) নীলফামারী জেলার ফিল্ড কো-অর্ডিনেটর পান্না লাল জমাদার সংলাপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। 
সংলাপে রিইব’র এ্যাডভোকেসি এন্ড ইনফরমেশন অফিসার মো. রওশন জামান, এ্যানিমেটর মিলন রায়, রতন সরকার, সৈয়দপুর উপজেলার সিএসও দলের সভাপতি আনোয়ারুল ইসলাম,উন্নয়ন কর্মী প্রতাপ সরকার বিজয়,  উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সভাপতি নৃপেন চন্দ্র শীল, খাতামধুপুর ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ উপজেলার কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের সিএসও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংলাপে সৈয়দপুর উপজেলার জনগণকে পরিবার পরিকল্পনার সচেতনতামূলক কাজের ক্ষেত্রে রিইব’র ইউনিয়ন পর্যায়ের সভায় পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত থেকে ওই বিষয়ে আলোচনায় অংশগ্রহন করার বিষয়ে সুশীল সমাজের সদস্যগণের সুপারিশমালায় উঠে আসে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2180487669584092097

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item