রাণীশংকৈলে একই স্টেশনে দীর্ঘ সময় চাকুরী করছেন সরকারি কর্মকর্তারা
https://www.obolokon24.com/2017/07/ranisankail.html
সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
দেশের প্রচলিত সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ঠাকুরগাঁওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা রাণীশংকৈলের সরকারি কিছু কর্মকর্তা ও কর্মচারি দীর্ঘদিন চাকুরী করে আসছেন। প্রচলিত সরকারি নিয়মে ৩ বছরের অধিক সময় একই স্টেশনে থাকার কথা না থাকলেও কোন কোন কর্মকর্তা নিজেদের স্বার্থে তদবির করে এই উপজেলায় চাকুরী করে যাচ্ছেন। আবার কোন কোন কর্মকর্তা একাধিকবার বদলি হওয়ার পরও এ উপজেলায় থেকে গেছেন বা ফিরে এসেছেন। এমনকি ৪ থেকে ৮ বছর যাবৎ কেউ কেউ বহাল তবিয়তে চাকুরী করে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ সহ খোদ প্রশাসনের কিছু কর্মকর্তা বিষয়টিকে ভিন্ন ভাবে দেখছেন। অনেকেই বাড়ী গাড়ীসহ ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে এলাকার ব্যবসায়ীদের সাথে নিশ্চিন্তে ব্যবসা করে যাচ্ছেন। রাণীশংকৈল উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন,আমার চাকুরীর শুরু থেকেই অনেক কর্মকর্তাকে দীর্ঘদিন ধরে এই উপজেলায় চাকুরী করতে দেখছি যা ঠিক না। তিনি আরো বলেন ,বিশেষ করে ১ম শ্রেণির কর্মকর্তাদের ৩ বছরের বেশি একই স্টেশনে থাকার নিয়ম নেই বলেই আমি জানি। অনেকেই দীর্ঘদিন ধরে চাকুরী করার ফলে সাধারন মানুষ এসব কর্মকর্তাদের কাছ থেকে সঠিক সেবা পেতে বঞ্চিত হচ্ছেন। উপজেলা কৃষি অফিস, মৎস অফিস , যুব উন্নয়ন অফিস, এলজিইডি অফিস, পিআইও অফিস সহ প্রায় অফিসেই কমবেশী কর্মকর্তা- কর্মচারীদের একই স্টেশনে দীর্ঘদিন ধরে চাকুরী করা সহ ২ থেকে ৩ বার বদলী হয়ে আসার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে। এলাকার সুধী সমাজ মনে করে এই সমস্ত চাকুরিজীবিরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের কারণে এলাকায় বারবার ফিরে এসে চাকুরী করছেন। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান আইনুল হক বলেন-‘এডা তো ডির্পাটমেন্টের ব্যপার। তবে টাকা পয়সা দিয়ে ওগুলো করে লিয়ে আসছে’।
উপজেলা র্নিবাহী অফিসার খন্দকার মো: নাহিদ হাসান বলেন-‘এ বিষয় গুলো আলাদা আলাদাভাবে বিভাগ অনুযায়ী দেখা হয়’।