গংগাচড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
https://www.obolokon24.com/2017/07/rangpur_27.html
সফিয়ার রহমান কাজল, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের
শক্তিশালী ও বৃহৎ সংগঠন স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে গংগাচড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়।আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়। এরপর বিশাল রেলী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা। এতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গংগাচড়া উপজেলার সংগ্রামী আহবায়ক জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমীন, বিশেষ অতিথি হিসেবে আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাইয়েদুল ইসলাম, সদস্য আব্দুল আউয়াল পাভেল, ছাত্রলীগের মজিদুল ইসলাম বুলু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেক মেম্বার, সাধারন সম্পাদক সামসুজ্জামান লিজু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম মন্টু, আল আমিন সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মমিনুর ইসলাম বুলেট। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।