তিস্তার পানিতে তলিয়ে গংগাচড়ার ৭ টি ইউনিয়ন প্লাবিত।
https://www.obolokon24.com/2017/07/rangpur_26.html
সফিয়ার রহমান কাজল, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়ায় টানা
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তিস্তা নদী বেষ্টিত
গংগাচড়া উপজেলার ৭ টি ইউনিয়নের প্রায় ১২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পরেছে।
তিস্তার পানি সকাল ৭ টা থেকে বিপদসীমার ৩১.৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত
হচ্ছিল। এতে তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার হেক্টর
ফসলি জমি, রাস্তাঘাট সহ ঘরবাড়ি। এতে নোহালী ইউনিয়নের মিনা বাজার, চর
নোহালী, চর বাগডহড়া, আলমবিদিতর ইউনিয়নের হাজি পাড়া, কোলকোন্দ ইউনিয়নের চর
মটুকপুর, চিলাখাল, বিনবিনাচর, গংগাচড়া ইউনিয়নের ধামুর, লক্ষ্মীটারি
ইউনিয়নের চরইচলি, শংকরদহ,চল্লিশসাল,গজঘন্টা ইউনিয়নের ছালাপাক, মর্ণেয়া
ইউনিয়নের রামদেব,কামদেব এলাকার মানুষজন পানিবন্দী হয়ে পরেছে। কেউ কেউ উচুঁ
বাঁধে আশ্রয় নিয়েছে। পানিবন্দী মানুষজন শুকনা খাবার ও বিশুদ্ধ পানির অভাবে
ভুগছে। স্থানীয় ও সরকারী ভাবে কোনোরকম সাহায্য সহযোগীতা দেখা যায় নি। পানি
বন্দী শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষনা করা হয়েছে।