প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বিষাক্ত গোখরা সাপ
https://www.obolokon24.com/2017/07/rangpur_25.html
মামুনুররশিদ মেরাজুল
: প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বিষাক্ত গোখরা সাপের কারণে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি রংপুরে জেলার পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে প্রধান শিক্ষক বোতলে সাপ নিয়ে কর্তৃপক্ষের নিকট প্রতিকার চেয়ে আবেদন করেছেন। জানা যায়, ওসামানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পুরাতন হয়ে ভবনের মেঝের নিচে সুড়ঙ্গের মতো ফাঁকা স্থান সৃষ্ঠি হয়েছিল। উক্ত ফাঁকা স্থানে সবার অলক্ষ্যে কয়েকটি বিষাক্ত গোখরা সাপ বাসা বেঁধে অসংখ্য বাচ্চা জন্ম দেয় । আজ বিদ্যালয় চলাকালে সকাল ১১.০০ ঘটিকায় শ্রেণি কক্ষের মেঝের ফাঁটল দিয়ে কয়েকটি গোখরা সাপের বাচ্চা উপরে উঠে আসলে শিক্ষার্থীরা ভয়ে বাহিরে বের হয়ে আসে। বিদ্যালয়ের শিক্ষকগণ তাৎক্ষনিকভাবে মেঝের ফাটলগুলো পর্যবেক্ষণ করে দেখতে পায় যে, মেঝের নিচে কয়েকটি বড় গোখরা সাপ সহ অসংখ্য গোখরা সাপের বাচ্চা রয়েছে যার কয়েকটি ফটল দিয়ে মেঝের উপরে উঠে আসে। বিষাক্ত এই সাপের অস্তিত্ব প্রকাশ পাওয়ায় শিক্ষার্থীরা ভয়ে বাড়িতে চলে যায়। ছাত্রছাত্রীদের মুখে এ ঘটনা জানতে পেরে অভিভাবকগণ বিদ্যালয়ে ছুটে এসে সাপের অস্তিত্ব পেয়ে বর্তমান পরিস্থিতিতে সন্তানদের বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত জানান।