পীরগঞ্জে নরম চাল ক্রয় করলেন খাদ্য কর্মকর্তা! অভিযোগ পেয়ে ক্রয় বন্ধ
https://www.obolokon24.com/2017/07/rangpur_24.html
মামুনুররশিদ মেরাজুলঃ
পীরগঞ্জ সরকারী খাদ্যগুদামে নিম্নমানের চাল ক্রয় করলেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা। বুধবার বিকেলে উপজেলা সদরের খাদ্যগুদামে চাল সংগ্রহের সময় স্থানীয়রা নরম চালের ব্যাপারে অভিযোগ করলে তাৎক্ষনিকভাবে ওই কর্মকর্তা চাল ক্রয় বন্ধ করে দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি আমন মওসুমে সরকারীভাবে চাল সংগ্রহের জন্য পীরগঞ্জে ২ হাজার ৮৪৬ মে. টন চালের বরাদ্দ আসে। চালের বাজার মুল্য বেশী হওয়ায় ৯১ জন মিলার (চালকল মালিক) সরকারী খাদ্যগুদামের সাথে ১ হাজার ৩৫ মে. টন চাল সরবরাহ দেয়ার চুক্তি করে। এবারে প্রতি মে.টন চালের সরকারী মুল্য ৩৪ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। গত ১ জুন থেকে চাল ক্রয় শুরু করে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ চলবে। এরমধ্যে মিলাররা খাদ্যগুদামে যে চাল সরবরাহ করেছে, সেগুলোর মধ্যে নিম্নমানের এবং সঠিক আদ্রতা (ময়শ্চার) নেই বলে অভিযোগ উঠেছে। গতকালও খাদ্যগুদাম কর্মকর্তা চুক্তিবদ্ধ একজন মিলারের চাল সংগ্রহ করছিলেন। ওই চাল সঠিক আদ্রতা নেই বলে স্থানীয়রা অভিযোগ করলে পরে প্রায় দুই-তৃতীয়াংশ চাল ফেরত দেয়। ফলে ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৩-০১৭৩) ওই চাল ফেরত নিয়ে যায়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা অনিমেষ সরকার জানান, অনেক সময় চোখের দেখায় চাল ক্রয় করা হয়। কারণ এতো বিপুল পরিমান চাল প্যারামিটারের (চালের আদ্রতা পরিমাপক) সাহায্যে চালের মান (মিটার পাশ) নিয়ন্ত্রন করা সম্ভব নয়। তিনি আরও জানান, আজ (গতকাল) ফেরত দেয়া চালের আদ্রতা ১৪ পারসেন্টের কম হওয়ায পুরো ট্রাকের চাল ফেরত দেয়া হয়েছে। এখন পর্যন্ত পৌনে ২’শ মে. টন চাল সংগ্রহ হয়েছে। একাধিক সুত্র জানায়, গুদামে সংগ্রহ করা চালগুলোর আদ্রতা সঠিক নেই।