রংপুর লালবাগ রেলগেট হতে আশরতপুর পর্যন্ত ২ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মানের কাজের উদ্বোধন
https://www.obolokon24.com/2017/07/rangpur_10.html
এস.কে.মামুন
রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের মিউনিসিপ্যাল গর্ভানেন্স এ্যান্ড সার্ভিসেস প্রজেষ্ট (এমজিএসপি) প্রকল্পের আওতায় ৫ কোটি ২৩ লক্ষ ১৩ হাজার টাকা ব্যয়ে কেডিসি রোড লালবাগ রেলগেট হতে তাজহাট আশরতপুর পর্যন্ত ২ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মানের কাজের উদ্বোধন করলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী )।
সোমবার ২৮নং ওয়ার্ডের সুলতান নগর জামে মসজিদ এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুলতান নগর জামে মসজিদে খতিব আলহাজ্ব ইয়াকুব হোসেন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, (প্রতিমন্ত্রী)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইদ্রিস আলী, রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন,স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্রী নিধু রাম অধিকারী,সুলতান নগর জামে মসজিদের সাধারন সম্পাদক আঃ হাকিম, সমাজ সেবক ওবায়দুল্লাহ মন্ডল,আরমান হোসেন, এজাজ আহম্মেদ ভুট্টো প্রমুখ এসব আলাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু প্রমুখ।
মেয়র বলেন আমি রংপুরের উন্নয়ন চাই, রংপুরের মানুষের ভালবাসা চাই, তাই রংপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন.আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান,পৌর চেয়ারম্যান,এমপি, সিটির মেয়র বানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভালবেসে প্রতিমন্ত্রী করেেছন। তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের সেবায় আমৃত্যু পাশে থাকতে চাই।