তেঁতুলিয়ায় অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বিরোধী ‘আঙ্গুল ও একটি কলাগাছ’ নাটক

মুহম্মদ তরিকুলইসলাম-

পঞ্চগড় তেঁতুলিয়ায় অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বিরোধী ‘আঙ্গুল ও একটি কলাগাছ’ নামেএকটি নাটক মঞ্চস্থ হয়। গত শনিবার ৮জুলাই/১৭ বিকালে তেঁতুলিয়ার ভজনপুর বাস স্ট্যান্ড হাইওয়ে রোড সংলগ্ন স্থানে নাটকটি মঞ্চস্থ হয়। প্রকাশ্যে অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় নাটক মঞ্চস্থ করে প্রতিবাদ জানিয়েছে ভূমিজ নামের একটি সাংস্কৃতিক সংগঠন।  ভূমিজের পরিচালক সরকার হায়দারের রচনা ও নির্দেশনায় নাটকে তেঁতুলিয়া উপজেলার নির্বিচারে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের সাথে যুক্তদেও তিরস্কার ও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস তুলে ধারা হয়।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পুুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, তেঁতুলিয়া উপজেলা নিবার্হীঅফিসারসানিউল ফেরদৌস, জেলা উদিচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা পাথর বালি যৌথ ফেডারেসনের সভাপতি হাসিবুলহক প্রধান প্রমূখ। এ সময় বক্তব্যে নিজেদের স্বার্থেই তেঁতুলিয়া ড্রিল ড্রেজার বা বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ রাখার দাবি জানান। একই সাথে বোমা মেশিনের সাথে যুক্তদেও বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
উল্লেখ্য জেলার তেঁতুলিয়া উপজেলায় দিন দুপুওে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে নির্বিচাওে পাথর উত্তোলন করছেনএকটি সুবিধাবাদি মহল। প্রতিদিন কয়েক শতাধিক ড্রিল ড্রেজার বা বোমা মেশিন চলে এই উপজেলায়। এভাবে চলতে থাকলে বড় ধরণের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করেছেন পরিবেশ বিদরা। কিন্তু স্থানীয় প্রশাসনের নাকের ডগার সামনে দিয়েই
ড্রিল ড্রেজার বা বোমা মেশিন চলার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পঞ্চগড়ের কয়েকাটি সামাজিক ও সাংস্কৃতিকসংগঠন।
সমাবেশে জেলা পাথরবালি যৌথ ফেডারেশনের নেতাকমীরা বোমা বেশিন বন্ধে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ দাবি সহ পাচ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4775494982820602140

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item