পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে ড্রেজার মেশিনে অবাধে পাথর উত্তোলন।
https://www.obolokon24.com/2017/07/panchagar_37.html
মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার বনগ্রাম ব্যাংকহাড়ি ইউনিয়নের ফুলতলা শালশিঁড়ির করতোয়া নদীতে দিনরাত ভর বোমা মেশিন দিয়ে চলছে অবৈধ পাথর উত্তোলন। সরেজমিনে গিয়ে দেখা গেছে ,এই ড্রিল ড্রেজার মেশিন প্রতি রাত পাথর উত্তোলন করছে তিন থেকে চার ট্রলি। সুশাসন প্রতিষ্ঠা ও দূর্নীতি দমনে সরকার যখন এক ধাপ এগিয়ে যাচ্ছে ঠিক তখন কিছু অসাধু লোভী, শেখ হাসিনার সরকারের নিরলস চেষ্টাকে বেঘাত ঘটিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার যখন কোটি কোটি টাকা ব্যায় করে বিভিন্ন এলাকার নদীর দু’কুল বাঁধার কাজ করে যাচ্ছে ঠিক তখনি কিছু অসাধু প্রভাবশালী মানুষ এ সব ড্রিল ড্রেজার মেশিন ব্যবহার করে দেশের ক্ষতি করে যাচ্ছে। এই সব ড্রেজার মেশিন চালানোর কারণে নদী যেমন মরে যাচ্ছে তেমনি ভেঙ্গে পড়ছে নদীর দু’কুল। আর প্রতি বছর নদী ভেঙ্গে বিলীন হচ্ছে কৃষকের একরের পর একর জমি। এসব ড্রিল ড্রেজার মালিকদের এখনই প্রতিহত করতে না পারলে হয়তো তেঁতুলিয়ার মত ধংশের পথে চলে যাবে। ড্রেজার মেশিন মালিক মোঃ সিদ্দীকের সাথে কথা বললে তিনি বলেন, আমি কর্তৃপক্ষকে বলেই ড্রেজার মেশিন চালাচ্ছি। শালসিড়ির স্থানীয়রা জানান , আমাদের আশ পাশের এলাকার লোকের ঘুম হারাম করে দিচ্ছে ঐ মেশিন চালার কারনে। আমরা এক সময় এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম না। প্রতি বছর নদী ভেঙ্গে রাস্তা বিলীন হয়ে যেতো। বিলীন হয়ে যেতো অনেক বাড়ি ঘর। সরকার এই ব্লক দিয়ে নদীর বাঁধ বাঁধার পর এখন আমরা ভালোভাবে রাস্তা দিয়ে হাট বাজারে যেতে পারছি। আগের মত তেমন আর অসুবিধা হয় না। এখন যে হারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে দেখা যায় এতে করে অদূর ভবিষ্যতে হয়তো এই ব্লক দিয়ে বাঁধ বেঁধেও কোন লাভ হবে না।