জলঢাকার প্রবীন সংগীত শিল্পী দুলাল ঠাকুরকে পপ রানী পিলু মোমতাজ সন্মাননা পদক প্রদান
https://www.obolokon24.com/2017/07/nilphamari_98.html
মর্তুজা ইসলাম, জলঢাকা নীলফামারীঃ
জেলার গুনী ব্যাক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পপ রানী পিলু মোমতাজ সন্মাননা পদক প্রদান করা হয়েছে । শুক্রবার রাতে নীলফামারী শিল্পকলা একাডেমিতে পিলু মোমতাজ স্মৃতি সংসদের উদ্দ্যোগে এই সন্মাননা জানানো হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মালা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার তিন যুগ পার করা মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি থেকে এই গুনী ব্যাক্তিদের হাতে সন্মাননা পদক তুলে দেন। এসময় উপস্হিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মন্জু ও অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী ফারুক ভুইয়া প্রমুখ।
এবার যারা এই সন্মাননায় ভুষিত হলেন তিন যুগ মেয়র হিসেবে দায়িত্ব পালন করায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উন্নয়ন কর্মী হিসেবে নারী নেত্রী আরিফা সুলতানা লাভলী, সাংবাদিকতায় মরহুম মোশারফ হোসেন, জাতীয় পর্যায়ে সংগীত পরিচালনার জন্য ইবরার টিপু সৈয়দপুর, জলঢাকার প্রবীন সংগীত শিল্পী দুলাল ঠাকুর ভট্রাচার্য ও টিভি, বেতার শিল্পী নীলিমা আকতার ডিমলা। সন্মাননা অনুষ্ঠানের আয়োজক নীলফামারীর সংগীত শিল্পী ফারুক ভুইয়া বলেন নীলফামারীর গুনী ব্যাক্তিদের সন্মাননা জানানোর জন্য আমাদের প্রয়াস মাত্র। তিনি আরো বলেন এবারের আয়োজনে বিভিন্ন উপজেলার এ প্রজন্মের শিল্পীদের গান পরিবেশন মুগ্ধ করেছে উপস্হিত দর্শকদের। বিশেষ করে জলঢাকার সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র " ভরা নদীর বাকে'র ১০ম শ্রেনীর শিক্ষার্থী লিপির পরিবেশনায় মুগ্ধ আমি। এছাড়াও অনুষ্ঠানে ক্লোজআপ তারকা সাজু গান পরিবেশন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজিরা ফেরদৌসি ডোমার ও শওকত জামান সম্রাট নীলফামারী।
জেলার গুনী ব্যাক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পপ রানী পিলু মোমতাজ সন্মাননা পদক প্রদান করা হয়েছে । শুক্রবার রাতে নীলফামারী শিল্পকলা একাডেমিতে পিলু মোমতাজ স্মৃতি সংসদের উদ্দ্যোগে এই সন্মাননা জানানো হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মালা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার তিন যুগ পার করা মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি থেকে এই গুনী ব্যাক্তিদের হাতে সন্মাননা পদক তুলে দেন। এসময় উপস্হিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মন্জু ও অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী ফারুক ভুইয়া প্রমুখ।
এবার যারা এই সন্মাননায় ভুষিত হলেন তিন যুগ মেয়র হিসেবে দায়িত্ব পালন করায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উন্নয়ন কর্মী হিসেবে নারী নেত্রী আরিফা সুলতানা লাভলী, সাংবাদিকতায় মরহুম মোশারফ হোসেন, জাতীয় পর্যায়ে সংগীত পরিচালনার জন্য ইবরার টিপু সৈয়দপুর, জলঢাকার প্রবীন সংগীত শিল্পী দুলাল ঠাকুর ভট্রাচার্য ও টিভি, বেতার শিল্পী নীলিমা আকতার ডিমলা। সন্মাননা অনুষ্ঠানের আয়োজক নীলফামারীর সংগীত শিল্পী ফারুক ভুইয়া বলেন নীলফামারীর গুনী ব্যাক্তিদের সন্মাননা জানানোর জন্য আমাদের প্রয়াস মাত্র। তিনি আরো বলেন এবারের আয়োজনে বিভিন্ন উপজেলার এ প্রজন্মের শিল্পীদের গান পরিবেশন মুগ্ধ করেছে উপস্হিত দর্শকদের। বিশেষ করে জলঢাকার সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র " ভরা নদীর বাকে'র ১০ম শ্রেনীর শিক্ষার্থী লিপির পরিবেশনায় মুগ্ধ আমি। এছাড়াও অনুষ্ঠানে ক্লোজআপ তারকা সাজু গান পরিবেশন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজিরা ফেরদৌসি ডোমার ও শওকত জামান সম্রাট নীলফামারী।