নীলফামারী র্যাবের অভিযানে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
https://www.obolokon24.com/2017/07/nilphamari_9.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯ জুলাই॥
চারশ পিচ ইয়াবাসহ শাহজাহান আলী(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।
গতকাল শনিবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও জেলা সদরের ভাওলার হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহজাহান একই জেলার কাঁচনা গ্রামের মহসিন আলীর ছেলে।
র্যাব-১৩ সিপিসি-২ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনও জব্দ করে অভিযানিক দল।
এ ব্যাপারে ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ইয়ার আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। রাতেই তাকে ঠাকুরগাঁও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, সেখানে দীর্ঘদিন একটি চক্র ইয়াবা ব্যবসা করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজাহানকে আটক করা হয়। চক্রের সবাইকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান আবুল কাশেম।
চারশ পিচ ইয়াবাসহ শাহজাহান আলী(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।
গতকাল শনিবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও জেলা সদরের ভাওলার হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহজাহান একই জেলার কাঁচনা গ্রামের মহসিন আলীর ছেলে।
র্যাব-১৩ সিপিসি-২ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনও জব্দ করে অভিযানিক দল।
এ ব্যাপারে ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) ইয়ার আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। রাতেই তাকে ঠাকুরগাঁও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, সেখানে দীর্ঘদিন একটি চক্র ইয়াবা ব্যবসা করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজাহানকে আটক করা হয়। চক্রের সবাইকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান আবুল কাশেম।