নীলফামারীতে তিনদিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/07/nilphamari_72.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১ জুলাই॥
নীলফামারীতে তিনদিন ব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার (১০ জুলাই) বিকেলে শেষ হয়েছে। নীলফামারী জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যেগে অনুষ্ঠিত ওই হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৩৬জন হজ্ব যাত্রী অংশ নেন।শহরের মার্কাস মসজিদ সংলগ্ন রহমানিয়া মাদ্রাসায় গত ৮ জুলাই ওই হজ্ব প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে সোমবার বিকেলে সেখানে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. তয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক, সহ সভাপতি মো. জোনাব আলী, সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, অধ্যাপক আনছার আলী, ইসলামিক ফাউ-েশনের উপ পরিচালক এরফান আলী প্রমুখ।
পরে সেখানে প্রশিক্ষণ নেয়া হজ্ব যাত্রীদের মাঝে প্রথম আলোর পক্ষে একটি করে হজ্ব গাইড বিতরণ করা হয়। #