নীলফামারীর ৪ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারিদের অর্ধদিবস কর্ম বিরতি
https://www.obolokon24.com/2017/07/nilphamari_44.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৪ জুলাই॥
সরকারি কোষাগার হতে বেতন, ভাতা ও পেনশনসহ সকল সুবিধা আদায়ের লক্ষ্যে নীলফামারীর ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ-দিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির আহবানে নীলফামারী, সৈয়দপুর, ডোমার ও জলঢাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যেগে ৪ পৌরসভার প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়।
নীলফামারী পৌরসভা প্রাঙ্গনে এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ,বি,এম গোলাম মোস্তফা, নীলফামারী পৌর সভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি হাসানুর কবীর হাসান, সাধারন সম্পাদক আব্বাস আলী, জেলা পৌরসভা কর আদায়কারী এসেসর ইনচার্জ নুরুজ্জামান বাবু , টিকাদান সুপার ভাইজার সৈয়দ আহমেদ, কম্পিউটার অপারেটর রানা ইসলাম প্রমুখ।
অপরদিকে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের সমর্থনে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কমিটি সহ-সাংগঠনিক স¤পাদক ও সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন এর সাধারন স¤পাদক সুজন শাহ, সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারি কমিটির সভাপতি মোঃ আবু তাহের, নীলফামারী জেলা কমিটির সভাপতি আব্দুল খালেক, সৈয়দপুর পৌর সচীব আশীষ কুমার, সৈয়দপুর পৌসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, সৈয়দপুর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম,উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম, রংপুর বিভাগিয় কমিটির সদস্য নাদিম আলম প্রমুখ।
অনুরূপভাবে ডোমার ও জলঢাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সংশি¬ষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অর্ধ-দিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে।