নাগেশ্বরীর বল্লভেরখাসে ত্রাণ বিতরণ
https://www.obolokon24.com/2017/07/kurigram_46.html
হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যাকবলিতদের মাঝে ত্রাণের চাল ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের বরাদ্দের জিআরের চাল বিতরণ করা হয় ইউনিয়নের কালারচর, গাবতলা, পাটনীপাড়া, কামারপাড়া, চরমাদারগঞ্জ, মাঝিপাড়া, রামদত্ত, চর কৃষ্ণপুর এলাকায়। বানভাসীদের চাল ও শুকনো খাবারের প্যাকেট দেয়া হয়। এসময় রিলিফ অফিসার এটিও ইসাহাক আলী উপস্থিত ছিলেন।