জলঢাকায় মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন : পকিয়া সভাপতি ও জিয়া সম্পাদক
https://www.obolokon24.com/2017/07/jaldhaka_96.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় পৌর
মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির (রেজিঃ নং ১৩) এর কার্য নির্বাহী কমিটির
নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত
বিরতিহীন ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে দ্বীজেন্দ্র নাথ রায় পকিয়াকে সভাপতি ও
বাবু জিয়া রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা
হলেন, সহ সভাপতি পদে রমেশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু রায়,
কোষাধ্যক্ষ পদে বিধুভূষণ ভূষণ। বিনা প্রতিদন্দীতায় যারা হলেন, সহ সাধারন
সম্পাদক পদে রঞ্জিৎ রায়, প্রচার সম্পাদক পদে কমলা কান্ত রায়, কার্যকারী
সদস্য ১ সুদিন চন্দ্র রায় ও সদস্য ২ অমল চন্দ্র রায় প্রমুখ। এই নির্বাচনে
প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন, মর্তুজা ইসলাম মাষ্টার। এসময়
উপস্থিত ছিলেন, নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক জাহেদ আলী, সহ সভাপতি
রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, নির্বাচন
পরিদর্শক উপজেলা সমবায় অফিসের ফিল্ড সুপারভাইজার সেলিমা বেগম, পুলিং অফিসার
ধীরেন মাষ্টার। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন সমিতির আহবায়ক যোগেশ
চন্দ্র রায় ও নির্বাচন কমিটির সদস্য ধনেস্বর রায় সাধু। সমিতির ভোটে শতভাগ
সদস্য উপস্হিত হয়ে ভোট প্রদান করেন।