জলঢাকায় গুণীজন ও জনপ্রতিনিধি সম্মাননা এবং জলপদ্ম পত্রিকার মোড়ক উম্মোচন।
https://www.obolokon24.com/2017/07/jaldhaka_72.html
নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় গুণীজন ও জনপ্রতিনিধি সম্মাননা এবং জলপদ্ম পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে নবীন লেখক ও জলপদ্ম সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সীমান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী (৩) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু দিপেন্দ্র নাথ সরকার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামিম, কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সম্মাননা দেয়া হয়। তবে ডোমার উপজেলার মধ্যে কন্ঠ শিল্পিী আমজাদ হোসেন, অভিনেতা ও সাংবাদিক হিসাবে আনিছুর রহমান মানিকের হাতে সম্মানতা স্বারক তুলে দেন অতিাথগণ।