জলঢাকায় সবুজ সার প্রদর্শনীর মাঠ দিবস
https://www.obolokon24.com/2017/07/jaldhaka_51.html
মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-
মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য পতিত জমিতে ধৈঞ্চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় রবিবার সবুজ সার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে দুপুরে জলঢাকা পৌরসভার ডাকুরডাঙ্গা এলাকায় রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত সবুজ সার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর রহমত আলীর সভাপতিত্বে জলঢাকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপসহকারী কৃষি অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ হাসান আল বান্না। মাঠ দিবসটিতে মাটিতে জৈব পদার্থ বৃদ্ধি, মাটির পানি ধারণ ক্ষমতা ও গুনাগুন বৃদ্ধি তথা মাটির উর্বরতা সংরক্ষণ ও বৃদ্ধির জন্য জৈব সার বিশেষ করে ধৈঞ্চা চাষের মাধ্যমে সবুজ সার উৎপাদন করার গুরুত্ব ও কলাকৌশল ব্যাপক আকারে আলোচিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।