জলঢাকায় কালব এর মত বিনিময় সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/07/jaldhaka_39.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় শুক্রবার সকালে জেলার
কাল্ব ভুক্ত সকল ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কালব বোর্ড
কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা শিক্ষক - কর্মচারী
কো - অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি সেলিমুর রহমানের সভাপতিত্বেে
সমিতির হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালব
লিমিটেড এর ভাইসচেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্হিত ছিলেন কালব এর "ক" অঞ্চলের ডিরেক্টর আকরাম হোসেন । আরো উপস্হিত
ছিলেন ডিমলা সমিতির সভাপতি লুৎফর রহমান, সৈয়দপুর সমিতির সভাপতি মাহফুজুর
রহমান, সেক্রেটারি হামিদুজ্জামান খোকন, নীলফামারীর সেক্রেটারি নারায়ণ
চন্দ্র ,জলঢাকা সমিতির ভাইসচেয়ারম্যান মর্তুজা ইসলাম ও সেক্রেটারি শামীম
নেওয়াজ হাফিজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালব এর জেলা ম্যানেজার
রিপন জন। মতবিনিময় সভায় জেলার সকল কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।