আজ উত্তরবাংলা'র লাইভ প্রোগ্রামে গান গাইবেন জলঢাকার লিপি
https://www.obolokon24.com/2017/07/jaldhaka_15.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
আজ শনিবার রাত ১০টায় অনলাইন পত্রিকা উত্তরবাংলার জনপ্রিয় অনুষ্ঠান উত্তরবাংলা লাইভ প্রোগ্রামে গান গাইবেন নীলফামারী জলঢাকার সাবিনা ইয়াসমিন খ্যাত উদীয়মান সংগীত শিল্পী লিপি আকতার লিনা। এরই মধ্য উপজেলার বিভিন্ন অনু্ষ্ঠানে সাবিনা ইয়াসমিনের গান গেয়ে জলঢাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে লিপি। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের তিলাই এলাকার জাবেদ আলীর মেয়ে লিপি। সে গোলমুণ্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী।
ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার নেশা। ২০১৭ সালের উপজেলা পর্যায়ে স্কুল প্রতিযোগিতায় অংশ নিতে এসে নজরে পরেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল প্রধান ও উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেলের। পরবর্তীতে মর্তুজা ইসলাম মাষ্টারের মাধ্যমে জলঢাকার সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র " ভরা নদীর বাকে'র " ভর্তি করে গান শেখার ব্যবস্থা করা হয়। বর্তমানে ভরা নদীর বাকের ওস্তাদ রুবেল হক'র কাছে গানের তালিম নিচ্ছে লিপি। স্টেজ শো গুলোতে বিভিন্ন শিল্পীর গান গাইলেও সাবিনা ইয়াসমিনকে আদর্শ ভেবে গান করেন সে। ২৯ জুলাই শনিবার রাত ১০টার উত্তরবাংলার লাইভ প্রোগ্রামে সাবিনা ইয়াসমিনের গান গাইবেন ও কথা বলবেন লিপি। জলঢাকা সহ দেশের মানুুষের কাছে দোয়া চেয়ে লাইভ প্রোগাম দেখার আমন্ত্রন জানায় সে। এদিকে তার অনুষ্ঠানটিকে পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে সরাসরি প্রদর্শনের উদ্দ্যোগ নিয়েছে শুভাকাঙ্ক্ষীরা। এরকম একজন উদ্যোক্তা ভাবনচুর মরাতিস্তা স্কুলের বিএসসি শিক্ষক নুর নাসিম মিলনের সাথে কথা হলে তিনি জানান আমাদের গোলমুণ্ডার মেয়ে লিপি এতবড় প্রোগ্রামে গান গাইবে তাই মাইকিং করে ইউনিয়নবাসীকে তার গান শোনার ব্যবস্থা করব আমি । এদিকে জলঢাকার সামাজিক সংগঠন শিকড়, স্পন্দন শিল্পী গোষ্ঠী ও পারফেক্ট কম্পিউটার শোরুম পৌর শহরে লিপির গানের লাইভ প্রোগ্রাম বড় পর্দায় সরাসরি সম্প্রচার করবে জানিয়েছে তারা।