সুন্দরগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা দখলমুক্ত
https://www.obolokon24.com/2017/07/gaibandha_26.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জন-গুরুত্বপূর্ণ রাস্তা অবৈধ দখলমুক্ত করেছেন এলাকাবাসী।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার চ-িপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি মৌজাস্থ ওয়াপদা বাঁধের রাস্তার রফিকের মোড় থেকে তিস্তা নদী অভিমূখে সরকারী রেকর্ডভুক্ত জন-গুরুত্বপূর্ণ রাস্তাটি অবৈধ দখলমুক্ত করেন এলাকাবাসী। দীর্ঘ দিন ধরে এলাকার মৃত এজাব উদ্দীনের পুত্র প্রভাবশালী খয়বর হোসেন মাষ্টার গং অবৈধভাবে রাস্তাটি দখলে নিয়ে ভোগ করছিলেন। এতে নানাবিধ সমস্যা দেখা দেয়ায় স্থানীয় গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন। মর্মে সীমানা নির্ধারণের ক্ষেত্রে তদন্তে অভিযোগের সত্যতা মেলায় উক্ত দিনক্ষণে বীর-মুক্তিযোদ্ধা- মোস্তফা মিয়া ও আ'লীগ নেতা- মাইদুল ইসলাম টেক্কার নেতৃত্বে প্রভাবশালী খয়বর আলী মাষ্টার গং-এর কবল থেকে রাস্তাটির অবৈধ দখল মুক্ত করেন এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া বলেন- গ্রাম পুলিশের আবেদনের প্রক্ষিতে তদন্তে সত্যতা মেলায় অভিযুক্তদেরকে জন-গুরুত্বপূর্ণ রাস্তাটির অবৈধ দখল ছেড়ে দেয়ার কথা বলা হয়েছে।