সুন্দরগঞ্জে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
https://www.obolokon24.com/2017/07/gaibandha_25.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ি যুবককে গ্রেফতার করেছে। জানা গেছে মঙ্গলবার ভোররাতে পুলিশ পরিদর্শক (ওসি) আতিয়ার রহমানের নির্দেশে একদল পুলিশ উপজেলার মীরগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় ১৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে। এরা হলে পৌরসভার ১নং ওয়ার্ডের (বালাপাড়া) মৃত মোজাম্মেল হকের পুত্র ইয়াবা ব্যবসায়ি কামরুজ্জামান (১৯) ও কর্ণিপাড়ার ফনিন্দ্র চন্দ্রের পুত্র লিটু চন্দ্র (২৫)। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।