আগস্টে আসছে ফেইসবুক টিভি
https://www.obolokon24.com/2017/07/facebook-tv.html
ডেস্ক-
বন্ধুদের বিনিময় করা তথ্য ও ভিডিও দেখার পাশাপাশি নিজেদের তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রচার করতে ভিডিও স্ট্রিমিংভিত্তিক টেলিভিশন সেবা চালু করছে ফেইসবুক। ‘ফেইসবুক টিভি’ নামের এ সেবা কাজে লাগিয়ে টেলিভিশনের আদলে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে। স্বল্পদৈর্ঘ্যের এসব অনুষ্ঠানের দৈর্ঘ্য হবে ৫ থেকে ৩০ মিনিট। এরই মধ্যে গ্রুপ নাইন মিডিয়া, বাজফিড, এটিটিএন ও ভক্সমিডিয়াসহ বেশ কিছু ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান ফেইসবুকের জন্য বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও তৈরির কাজও শেষ করেছে। তবে ঠিক কোন ধরনের অনুষ্ঠান দেখানো হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। সেবাটি পরিচালনার জন্য এরই মধ্যে বেশ কিছু টেলিভিশন চ্যানেলের কর্মী নিয়োগও দিয়েছে ফেইসবুক। সব কিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে ফেইসবুক টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখার সুযোগ মিলবে।