ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
https://www.obolokon24.com/2017/07/domar_11.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১ জুলাই॥
আজ মঙ্গলবার ল্যাম্ব বাংলাদেশের সহযোগীতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচির যৌথভাবে আয়োজন করে ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
এ উপলক্ষে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্র হতে ব্যনার ফেস্টুন সহকারে “পরিবার পরিকল্পনা, জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” বিষয় নিয়ে একটি বর্ণাঢ্য রালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মিনহাজ্ব উদ্দিন মিয়া, উপজেলা প: প: কর্মকর্তা আবু জাফর, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমবায় কর্মকর্তা গুলজার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, ডোমার পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলয়াছ হোসেন, ল্যাম্ব বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আলতাব হোসেন, মাঠ কর্মী মার্জিয়া বেগম উর্মি প্রমূখ।
শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মোছা: জিন্নাআরা বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরোজা বেগম, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ পরিবার কল্যান কেন্দ্র ডোমার ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রহমান ও শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা ল্যাম্ব প্লান বাংলাদেশের হাতে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। #