দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
https://www.obolokon24.com/2017/07/dinajpur_27.html
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় আজ ২৭ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা স্বেচ্চাসেবক লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী শুভ সুচনা করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রেজওয়ান-উর রহমান পলাশসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।