দিনাজপুর পৌর এলাকার গিরিজা ক্যানেল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম


মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম গিরিজা ক্যানেল পুনঃখনন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

বৃহস্পতিবার ২৭ জুলাই দুপুরে শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা কাজী দমি জামে মসজিদের পশ্চিমে এক্সাভেটর মেশিনের  সাহায্যে গিরিজা ক্যানেল পুনঃখনন ও সংস্কার কাজের উদ্বোধন করেন। পৌরবাসির দুর্ভোগ লাঘব করতে ও পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থায় নির্বিঘেœ পারি নিষ্কাশনের জন্য ঘাগরা ও গিরিজা ক্যানেল দু’টি পুণঃখনন ও সংস্কার করা হবে বলে তিনি জানান । যেসব জায়গায় পানি নিষ্কাশনের সমস্যা বেশি হচ্ছে সেসব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে খনন কাজ করা হবে। পর্যায়ক্রমে দু’টি ক্যানেল পুরোপুরি খনন ও সংস্কারের অঙ্গিকার ব্যক্ত করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে তিনি পৌরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় দিনাজপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিদ্দারাতুল ইসলাম বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রইচ উদ্দিন, সহকারী প্রকৌশলী (পানি) মীর মো. তোফাজ্জল হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3543368640493276067

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item