ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের টিন ও কাঠ বিতরন করলেন গোমনাতী ইউনিয়ন বিএনপি
https://www.obolokon24.com/2017/07/bnp.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের পাশে দ্বাড়ালেন গোমনাতী ইউনিয়ন বিএনপি। সোমবার বিকালে বামুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বামোন পাড়া গ্রামের অধির চন্দ্রের ছেলে মহাদেব, কৃষ্ণ, প্রদিপ সহ ৫টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রসস্থ পরিবারে মধ্যে ৫ বান টিন ও ঘড় তৈরীর কাঠ বিতরণ করা হয়। এ সময় গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, ইউপি সদস্য স্বপন মিয়া, ইয়াছিন আলী, বামুনিয়া ইউনিয়ন বিএনপি’র নেতা আনিছুর রহমান, সাইদুল ইসলাম, সালেকুজ্জামান ফিরোজ, গোলাম মোস্তফা, মাহাবুল ইসলাম, গোমনাতী ইউনিয়ন বিএনপি নেতা তৌহিদুর রহমান বুলবুল, ইলিয়াছ হোসেন, রাকিবুল ইসলাম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় উক্ত গ্রামে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এতে করে তাদের ৫টি পরিবারের বসত ভিটা সহ ধান, চাউল ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মিভূত হয়। তখন থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি গোমনাতী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপলব্ধি করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।পরে নেতাকর্মীদের সাথে নিয়ে সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অসুস্থ্য মমিনুর রহমানের বাড়ীতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন ও তার আশু রোগমুক্তি কামনা করেন।