পঞ্চগড়ে ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
https://www.obolokon24.com/2017/06/panchagar_5.html
মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ব্যাংক কর্মচারী মোঃ জরিফউদ্দীন নামে সরকারী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, একটি ইউক্লিক্টার গাছ ঝড়ে পড়ছে তার সাথে আরো দুইটি গাছ লোকজনের দ্বারা কেটে নেয় ব্যাংক কর্মচারী। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হলে রাস্তায় গাছগুলো ফেলে রাখেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ঐ এলাকার ৩/৪ জন লোক বলেন ব্যাংক কর্মচারী কোন কিছুর তোয়াক্কা না করেই গায়ের জোরে গাছগুলো কেটেছেন। তারা এটাও বলেন যে, ব্যাংক কর্মচারী একই ইউনিয়নের চেয়ারম্যানের আত্বীয়। এ বিষয়ে ব্যাংক কর্মচারী মোঃ জরিফউদ্দীনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি গাছ রোপন করেছি বিধায় কেটেছি। বিষয়টি একই ইউনিয়নের তহশীলদারকে (ভূমি) জানালে তিনি গাছগুলো জব্দ করে ঐ গ্রামের আব্দুল কাদেরের জিম্মায় রেখেছেন বলে জানান। এ ব্যাপারে ঐ এলাকার চেয়ারম্যান আলহাজ্জ মোঃ মোজাহার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন জরিফউদ্দীন গাছ রোপন করেছে এজন্যই হয়ত কেটেছে, তবে আমি তহশীলদারের সাথে কথা বলে দেখি পরে আপনাকে জানাব।