নীলফামারীতে তামাক শিল্প শ্রমিক ও চাষীদের মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ জুন॥
বাজেটে দেশীয় বিড়ি শিল্পের ওপর দুইশ ভাগ ভ্যাট আরোপের ও “আগামী দুই বছরে মধ্যে বিড়ি শিল্প বন্ধ করতে চাই” অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে তামাক চাষী ও তামাক শিল্প শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার বিকেলের জেলা তামাক চাষী সমিতি ও বিড়ি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে শহরের বাটার মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা তামাক সচাষী সমিতির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম ফকির, অর্থ সম্পাদক নিতাই সরকার, বিড়ি শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতি বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম।
বক্তারা বলেন, অধিক মাত্রায় ভ্যাট আরোপের ফলে বিড়ি শিল্প বন্ধ হয়ে সারা দেশে ওই শিল্পেরসাথে জড়িত ১৫ লাখ শ্রমিক বেকার হবে। পাশাপাশি ওই শিল্পের কাঁচামাল যোগানকারী দুই লাখ তামাক চাষী ক্ষতিগ্রস্থ হয়ে পুঁজি হারাবে। বাজেটে ওই ভ্যাট আরোপের পূর্বে এসব শ্রমিক ও চাষীর বিকল্প কর্মসংস্থার সৃষ্টির দাবি জানান ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের মানিকের মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1715033620153574156

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item