জলঢাকায় রস্ক ফেইজ ২ প্রকল্পের উদ্বোধন
https://www.obolokon24.com/2017/06/jaldhaka_55.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
" প্রশিক্ষনের মাধ্যমে
কর্মদক্ষতা বৃদ্বি এবং কর্মসংস্থান সৃষ্টি " এই শ্লোগানকে সামনে রেখে
নীলফামারীর জলঢাকায় রিচিং আউট - অব - স্কুল চিলড্রেন ( রস্ক) ফেইজ - ২
প্রকল্পের প্রি - ভোকেশনাল স্কিলস প্রশিক্ষন প্রাোগ্রাম এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জলঢাকা বাজারে নারী মৈত্রী সংস্হার কার্যালয়ে
সেফ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন
সেফ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সিনিয়র অফিসার সদানন্দ পাল। উপজেলা নির্বাহী
অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা আঃলীগের সভাপতি আনছার
আলী মিন্টু, নারী মৈত্রীর ফোকাল পারসন একে হানিফ মুহাম্মদ, তাছলিমা হুদা,
রস্ক এর প্রতিনিধি এজেএম মোতায়াক্কেল বিল্লাহ ও প্রকল্প সমন্বয়কারী
তোজাম্মেল হক প্রমুখ। প্রথমপর্বে ১০০ জন শিক্ষার্থীকে তিনমাসের বিভিন্ন
ট্রেডে প্রশিক্ষন দেয়া হবে। এ প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে লোকাল পারসন একে
হানিফ জানান - রস্ক ১/ শিশু কল্যান ট্রাষ্ট ( এসকেটি) জিপিএস থেকে ৫ম
শ্রেনী পাশ করেছে অথচ পরবর্তী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং
যাদের বয়স ১৫ বছর বা তদৃর্ধ্ব তাদের বৃত্তিমুলক দক্ষতা উন্নয়ন এবং
কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। তিনি আরো বলেন এ প্রকল্পের মাধ্যমে
উপজেলায় দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে